সিঙ্গাপুরে নতুন করে ১৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৫ জনই বাংলাদেশি। শুক্রবার ৫৫ জনসহ এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ২৪৪ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬২৩ জন৷ আজ আরও ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪০৬ জন। ৮ এপ্রিল ৩২ বছর বয়স্ক একজন ইন্ডিয়ান নাগরিকের মৃত্যু হয়। যিনি গতকাল ৭ই এপ্রিল করোনাভাইরাসের টেস্ট করার জন্য হাসপাতালে যান। ডাক্তার তার রক্ত নিয়ে বাসায় থাকতে বলেন৷ কিন্তু তার টেস্ট রিপোর্ট পাওয়ার আগেই আজ তিনি মারা যান। তার মৃত্যুর পর টেস্ট রিপোর্ট দেখে কনফার্ম হয় তিনি করোনাভাইরাসে পজিটিভ।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ছয়জনের মৃত্যু হয়েছে৷
আক্রান্ত ১৪২ জনের মধ্যে দুইজন বাইরের দেশ থেকে এসেছে। ১৪০ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ ৬৮ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এরমধ্যে ৪০ জনই শ্রমিকদের থাকার জায়গা ডরমিটরির সাথে লিংক রয়েছে। ২৮ জন অন্যান্য ক্লাস্টারের সাথে লিংক রয়েছে।
৭২ জনের তথ্য এখনো অজানা।
৬৬৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ২৯ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ৫৪২ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply