সিঙ্গাপুর থেকে সোহেল রানা মিঠু: সিঙ্গাপুরে নতুন করে ৩৩৪ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৭১ জনই বাংলাদেশি। মঙ্গলবার ১৭১ জনসহ এখন পর্যন্ত ১০৪৯ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছে। সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২৫২ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী সিঙ্গাপুরীয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস থেকে মৃত্যুর সংখ্যা ১০ জন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয় (এমওএইচ) তার প্রতিদিনের আপডেটে এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত গুলোর মধ্যে ১৯৮ জন পূর্বে চিহ্নিত ক্লাস্টারের সাথে যুক্ত। নতুন আক্রান্ত রোগীর ২২ জন স্থানীয় অন্যান্য আক্রান্তদের সাথে যুক্ত। এর মধ্যে ১০ জন সিঙ্গাপুরীয়ান নাগরিক এবং ১২ জন ওয়ার্ক পারমিট ধারক।
১১৪ জনের লিঙ্ক এখনো অজানা এর মধ্যে ২৪ জন সিঙ্গাপুরীয়ান নাগরিক। ৮৫ জন ওয়ার্ক পারমিট ধারক, ৩ জন এস পাস হোল্ডার, ১ জন এমপ্লয়মেন্ট পাস ধারক এবং ১ জন ডিপেন্ডেন্টস পাস রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রনালয় আজকে আরো একটি নতুন ক্লাস্টারও ঘোষণা করেছে, পিটিটি লজ 1A 8 স্লেটার নর্থ লিঙ্কে। ১১ জন আক্রান্ত রোগী এর সাথে যুক্ত রয়েছে।
সিঙ্গাপুরের বৃহত্তম ক্লাস্টার হিসেবে S11 ডরমেটরিকে (পুংগোল) চিহ্নিত করা হয়েছে। এখান থেকে আজকে আরো ১৩২ জন নতুন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, এ পর্যন্ত মোট ৭১৮ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য ডরমেটরি, নির্মাণ সাইট এবং মোস্তফা সেন্টারের সাথে আরও আক্রান্ত রোগী যুক্ত হয়েছে।
মঙ্গলবার এমওএইচ যোগ করেছে যে আরও ২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৬১১ জন সংক্রমণ থেকে পুরোপুরি সেরে গেছে এবং তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এখনো ১৩১৫ জন নিশ্চিত আক্রান্ত বলে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে বেশিরভাগ স্থিতিশীল বা উন্নত।
নিবিড় পরিচর্যা ইউনিটে মোট ২৮ জন রোগী গুরুতর অবস্থায় রয়েছে। ১৩১৬ জন চিকিৎসাগতভাবে সুস্থ আছেন তবে এখনও করোনাভাইরাস পজেটিভ থাকায় বিভিন্ন হাসপাতালে রেখে তাদের যত্ন নেওয়া হচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply