সিঙ্গাপুর থেকে সোহেল রানা মিঠু : অভিবাসীদের থাকার যায়গা ডরমেটরি থেকে ৫৪৪ জন, ডরমেটরির বাইরে বসাবাসরত ২২ জন অভিবাসী শণাক্ত করা হয়েছে। এর মধ্যে রবিবারে বাংলাদেশি অভিবাসী শণাক্ত হয়েছে ৩২১ জন। অন্যান্য দেশের অভিবাসী কোভিড -১৯ এ শণাক্ত হয়েছে ২৫০ জন। সিঙ্গাপুরীয়ান শণাক্ত হয়েছে মাত্র ২৫ জন। এখন পর্যন্ত সিঙ্গাপুরে সর্বমোট বাংলাদেশি কোভিড -১৯ এ শণাক্ত হয়েছে ২,৯২২ জন। সিঙ্গাপুরে অন্যান্য দেশের অভিবাসী শণাক্ত হয়েছে ২,৩৮০ জন। সিঙ্গাপুরীয়ান শণাক্ত করা হয়েছে ১,২৮৬ জন। সিঙ্গাপুরে কর্মরত মোট অভিবাসী ৫,৩০২ জন। এখন পর্যন্ত সিঙ্গাপুরে সর্বমোট কোভিড -১৯ এ আক্রান্ত রোগী শণাক্ত করা হয়েছে ৬,৫৮৮ জন।
রবিবারে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ২৬ জন এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৭৬৮ জন। ২,৯২১ জন হাসপাতালে চিকিৎসাধিন , কিছুটা যুকিপূর্ণ। গুরুতর অবস্থায় আইসিওতে আছে মাত্র ২২ জন। ২,৮৮৮ জন চিকিৎসাগতভাবে ভাল যুকিমুক্ত বিভিন্ন হাসপাতালে রেখে যত্নে নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরে এ পর্যন্ত কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র ১১ জনের। কোভিড -১৯ পজেটিভ রেজাল্ট পাবার আগেই মৃত্যু হয় দুজনের। ১৩ টা ডরমেটরিকে আইসোলেশন হিসেবে ঘোষনা করা হয়ছে এর মধ্যে পুংগল S11 কে সিঙ্গাপুরে সবচেয়ে বৃহত্তর ক্লাষ্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুই লক্ষ অভিবাসীদের থাকার যায়াগা ডরমেটরি গুলোতে গণহারে সোয়াভ টেষ্ট কোভিড – ১৯ এর প্রাথমিক পরিক্ষা করা হচ্ছে, তবে কিছু ডরমেটরি এখনো বাকি রয়েছে। ডড়মেটরিগুলোতে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, ফ্রি খাবার, ফ্রি ইন্টারনেট সুবিধা নিশ্চিত করেছেন সিঙ্গাপুর সরকার অভিবাসীদের জন্য।
২০ই এপ্রিল থেকে ৪ই মে এই দুই সপ্তাহ ঘর থেকে বাইরে বের হতে নিষেদ সিঙ্গাপুর সরকারের বিশেষ করে যারা ডরমেটরির বাইরে থাকে এস পাস, ডিপেন্ডেন্ট পাশ ও পারমিট হুল্ডার। আইন না মানলে জরিমানা ও পাশ বাতিল হবার সম্ভাবনা রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply