December 3, 2024, 5:17 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
যশোর জংশনে থেকে পদ্মাসেতু দিয়ে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার স্বপ্ন বাঁচাতে রেল অবরোধের ঘোষণা এখনওদেশ স্বৈরাচারমুক্ত হয়নি, জাতীয় ঐক্যের বিকল্প নেই: জামায়াতে আমির। ইচ্ছাম‌তো পোশাক পর‌তে পার‌বে। -জামায়া‌তে ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান ভালুকায় ছাত্র দলের আহবায়ক লুৎফর রহমান সানির নেতৃত্বে বিক্ষোভ মিছিল সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে …..লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর বত্রিশ বছরে নিরাপদ সড়ক চাইঃ প্রত্যাশা ও প্রাপ্তি, লায়ন মোঃ গনি মিয়া বাবুল। খাগড়াছড়ির সাজেকে পাহাড়ি দুই গ্রুপের মধ্যে গুলি, আটকে আছে অনেক পর্যটক। ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্নহত্যা বহু ঘাত প্রতিঘাতের মধ্যেও চিৎপুর রয়েছে চিৎপুরেই বেনাপোল স্হল পথে ৯ দিনে ভারত থেকে এলো ১৩৪০ মেট্রিক টন চাল। ভালুকায় কুখ্যাত সন্ত্রাসী নাঈম সরকার যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি —এম এ আলীম সরকার হিন্দু সম্প্রদায় ইস্কনের এই ধরণের কার্যকলাপকে নিন্দা জানাই যশোর কমিটি ঘোষণার ১দিন পরেই বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়কের পদত্যাগ। ভাষাশহিদ আবদুস সালামের জন্মবার্ষিকী পালিতভাষাশহিদ আবদুস সালামসহ সকল ভাষাশহিদদের কবর যথাযথভাবে সংরক্ষণ করা হোক যশোর পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে আসা ৩ যুবক আটক। গাজীপুর সিটি কমিটি ঘোষণা করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটি অনুমোদন। বরেণ্য সাংবাদিক নুরুদ্দিন আহমেদকে নেপালে সংবর্ধনা প্রদান ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের দেখতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না। -তারেক রহমান বেনাপোল স্থলবন্দরে ৮৯১ শ্রমিক ইউনিয়নের “বিশেষ সাধারণ সভা’ অনুষ্ঠিত র‌্যাবের ‘কসাই’ খ্যাত মহিউদ্দিন ফারুকীর বিচারের দাবি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম আদালত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার। শহীদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত এবং তার পরিবারকে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ঢাবি আসা লোকজনকে বিতাড়িত করা হয়েছে। মোল্লা কলেজে হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী শাহজাহানের দোসরদের পুর্নবাসন করছে বিএনপি নেতা বাবুল। যাত্রী হয়রানীর কারনে বেনাপোল থেকে সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ।

ফেরেস্তা শব্দটি শুনতে নিষ্পাপ মনে হলেও আসলে আজাজিল হতে ফেরেস্তা নিম্ন মানের !

ফেরেস্তা শব্দটি শুনতে নিষ্পাপ মনে হলেও আসলে আজাজিল হতে ফেরেস্তা নিম্ন মানের !

সুফী সাধক আল্লার ওলি হজরত শামসেতিব্রিজ আদম এবং শয়তান বিষয়টির উপর যা বলে গেছেন তা আদৌ ঠিক নয়। বিষয়টি এতই চমকপ্রদ এবং অবাক করে দেয়। শামসেতিব্রিজ বলেছেন যে, আজাজিল ছয় কোটি বছর ইবাদত করেছেন এবং আজাজিলের ইবাদতে মুগ্ধ হয়ে তাঁকে ফেরেস্তাদের সর্দার নিযুক্ত করছেন আল্লাহ।

আজাজিল জ্বিন। আজাজিল কখনোই ফেরেস্তা নন। ফেরেস্তা শব্দটি শুনতে নিষ্পাপ মনে হলেও আসলে আজাজিল হতে ফেরেস্তা নিম্নমানের ! কারণ আজাজিল জ্বিন। মানুষ যেমন নফ্স এবং রূহের অধিকারী, জ্বিনও নফ্স এবং রূহের অধিকারী। এ জন্য দুজনের প্রতিই ইবাদত করার নির্দেশ রয়েছে।

জ্বিনকে আমরা দেখতে পাই না বলে জ্বিনের বিষয়টি সযত্নে এড়িয়ে যাই। কিন্তু দুজনার মাঝেই নফ্স এবং রূহ আছে। জ্বিনেরা যে আল্লাহর অনেক বড় বড় ওলি হন তার দলিল দিল্লীতে হজরত নিজাম উদ্দিন আউলিয়ার রওজা মোবারকের পূর্ব পাশে জ্বিন ওলিদের একটি কবরস্থান রয়েছে। এমন কি ওই জ্বিনদের কবরস্থানে জ্বিন ওলিদের নাম পর্যন্ত খোদাই করা আছে।

মনে রাখতে হবে, এটা কিছুতেই ভুলে গেলে চলবে না যে, ফেরেস্তাদের নফ্সই নাই, রূহ তো অনেক পরের কথা। নফ্স এবং রূহ বর্জিত ফেরেস্তারা আল্লাহর সেফাতি নূরের তৈরি। আল্লাহর জাত নূরের নয়। সেফাতি নূর সেদরাতুল মোনতাহা পর্যন্ত যেতে পারে, কিন্তু লা মোকামে প্রবেশ করার প্রশ্নই ওঠে না। কারণ লা মোকামে একমাত্র আল্লাহর জাত বিরাজমান।

আল্লাহর জাত নূর নিয়ে আল্লাহ পাক মানুষ এবং জ্বিনের শাহারগের নিকটেই আছেন। যেহেতু আজাজিল জ্বিন সেহেতু আজাজিলের মধ্যে নফ্স এবং রূহ আছে এবং আল্লাহ তার শাহারগের নিকটেই আছেন। সুতরাং আজাজিলকে ফেরেস্তাদের সর্দার বানাবার মধ্যে অবাক হবার কিছু নেই।

প্রথম পরিপূর্ণ মানব আদম (অপূর্ণ মানব আদম নয়, বরং অপূর্ণ মানব হলো ইনসান) এর আনুগত্য গ্রহণ করতে তথা সেজদা দিতে আল্লাহ হুকুম করলেন। নফ্স এবং রূহ বর্জিত ফেরেস্তারা সবাই সেজদা করলেন অর্থাৎ আনুগত্য গ্রহণ করলেন, কিন্তু একমাত্র আজাজিল সেজদা দিতে অস্বীকার করাতে অহঙ্কারীতে পরিণত হলো। অহঙ্কারী মানেই হলো ইবলিস।

“ইবলিস” শব্দটি আরবি নয়, ইহা একটি হিব্রু শব্দ। বালাসা হলো অহঙ্কার আর ইবলিস হলো অহঙ্কারী। কেন আজাজিল এই অহঙ্কারটি করলো ? (অবশ্য শামসেতিব্রিজের দৃষ্টিতে) আজাজিল দেখতে পেলো যে, যদি আমি এই অহঙ্কারটি না করি তা হলে আল্লাহর দুনিয়া বানাবার ইচ্ছাটির সার্থকতা কমে যাবে।

আল্লাহ কোনো দোষ করেন না তাই দোষের বোঝাটি নেবার প্রশ্নই উঠে না। যদি আজাজিল নিজের ইচ্ছায় জেনে শুনে এই কলঙ্কের বিষটি গ্রহণ করে তবে শাস্তি তাকে পেতেই হবে। তাই আল্লাহর আদেশ অমান্য করে আজাজিল ইবলিসে পরিণত হল। আজাজিল জেনেশুনে-বুঝে, আল্লাহ পাকের দুনিয়া সৃষ্টি করার ইচ্ছার হুকুম অমান্য করার অপরাধে অপরাধী হয়ে অভিশপ্ত নামক মহা কলঙ্কের বোঝা মাথায় তুলে নিল।

অপরদিকে সত্যদ্রষ্টা আদম, যিনি নূরে মোহাম্মদি সিনায় ধারণ করেন, যিনি রহস্যলোকের গুপ্তজ্ঞানের কেন্দ্রবিন্দু নবী, যিনি কেন্দ্রবিন্দুতে অবস্থান করা নবী, যেখানে ঝড়ের সৃষ্টি হয় অথচ কেন্দ্রবিন্দুতে কোনো ঝড় থাকে না সেইখানে অবস্থান করা নবী আদম, যিনি সেন্টার অফ দি সাইক্লোন অথচ সেন্টারে ঝড় থাকে না বরং ঝড় তৈরি করে, সেই সত্যদ্রষ্টা আদম জেনে-শুনে-বুঝে নিষিদ্ধ গাছের মজা গ্রহণ করলেন। (গন্ধম, মানা করা গাছের ফল, সর্প এগুলো রূপক কথা।)

নিষিদ্ধ গাছের মজাটি জেনে শুনে গ্রহণ না করলে আল্লাহর দুনিয়া তৈরি হয় না। আর দুনিয়া তৈরি না হলে মানব জাতির আগমন হবার পথটি খোলা থাকে না। যদিও আপাতঃ দৃষ্টিতে গুনাহ, যদিও আইনের দৃষ্টিতে গুনাহ, কিন্তু প্রেমের দৃষ্টিতে ইহা মোটেই গুনাহ নয়।

প্রেমের কাছে আজাজিল আর আদমের কী অপূর্ব কোরবানি ! এই কোরবানি কারো চোখে ধরা পড়ে, আবার কারো চোখে ধরা পড়ে না।

সুফী মোহাম্মদ আহসান হাবীব
গবেষক, লেখক ও সাংবাদিক
১৩-০৯-২০০৬ খ্রি:

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com