পবিত্র গ্রন্থে সুস্পষ্ট ভাবে বলা থাকলেও প্রকাশ্যেই ধর্ম গুরুরা করছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি। দিচ্ছে উষ্কানি। ছড়াচ্ছে বিদ্বেষ সহিংসতা।
ধর্ম না বুঝেই চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, বাকবিতন্ডা, হানাহানি রক্তপাত! ধর্ম না বুঝেই প্রতিনিয়ত ছড়াচ্ছে ধর্মীয় বিদ্বেষ। বর্তমান সময়ে ধর্ম গুরুরা অশান্তি সৃষ্টি করছে মসজিদ, মন্দির, গির্জা, পেগোডায়, কিংবা ধর্মীয় সভা সমাবেশে দাঁড়িয়ে। মানব সৃষ্টির প্রাক্কাল থেকেই চলছে ধর্ম নিয়ে এমন বিশৃঙ্খলা সহিংসতা।
বাংলাদেশে এই শীত মৌসুমে বুনো শুকর সদৃশ ধর্ম গুরুরাতো রিতিমত বানিজ্যিক ভাবেই ছড়াচ্ছে ধর্মীয় উষ্কানি, বিদ্বেষ সহিংসতা! বানিজ্যিক পীর মাশায়েখরা বলছে, অমুক পীর গরু সেতো ঘাস খায়! আরেকজন বলে অমুক পীর ছাগল সে লতাপাতা খায়! এভাবেই একে অন্যকে গরু ছাগল বানিয়ে চাষ করে বেরাচ্ছে ধর্মের নামে বানিজ্যিক খামারের! আর সাধারণ ধর্মভীরু ধর্মান্ধ লোক গুলো ঐ সকল বুনোদের অর্থ শানসওকাত দিয়ে তাদেরকে আরো উষ্কে দিচ্ছে! তারা প্রকাশ্যে অন্য ধর্মীয় মতাবলম্বী লোকেদের রিতিমত নির্যাতন ও হত্যা করার জন্য নিরীহ ধর্মভীরুদের ভেতরে উদ্দীপনা তৈরি করছে। সুরে-ছন্দে অদৃশ্য বেহেস্ত, স্বর্গ, হ্যাভেন নামক পরকালের লোভনীয় জীবনযাপন ও টসটসে রসালো নারীর সঙ্গে যৌনতার লোভ দেখিয়ে প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছে বিদ্বেষ সহিংসতা!
অথচ, মুসলিমদের ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থে সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার। কিন্তু গ্রন্থের সেই পংক্তির বাস্তবতা কোথায়?
পবিত্র গ্রন্থে বলা হচ্ছে।
হে কিতাবধারী সম্প্রদায়! তোমরা তোমাদের ধর্ম নিয়ে অন্যায় বাড়াবাড়ি করো না এবং এতে ঐ সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না, যারা পূর্বে বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে। এরফলে তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে।
সুরা আল মায়েদাহ, আয়াত নং – ৭৭
হে কিতাবধারী সম্প্রদায়! তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ কে নিয়ে নিতান্ত সত্য বিষয় ছাড়া কোন কথা বলো না।
সুরা নিসা, আয়াত নং – ১৭১ এর প্রথমাংশ।
মহা সৃষ্টির মহান স্রষ্টা আমাদের সঠিক সত্য শান্তি ধারণের জ্ঞান দান করুন।
সুফি মোহাম্মদ আহসান হাবীব।
ব্যাবস্থাপনা পরিচালক, সম্পাদক ও প্রকাশক,
দুরন্ত সত্যের সন্ধানে (দুসস)
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply