নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সদরের খরুলিয়া দরগাহ পাড়ার একটি ভাড়াবাসা থেকে মঙ্গলবার ৫ বেদে নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ সময় বাড়ির মালিক জসিম উদ্দিন বাবর ওরফে বাবুলকে আটক করা হলেও পরে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে। বেদে নারীদের কাছ থেকে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গ্রেফতাররা হলে ঢাকা সাভারের পোড়াবাড়ি এলাকার মন্টু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৫০), একই এলাকার হাছানের স্ত্রী হাসিনা আক্তার (২৬), রিয়াজ উদ্দিনের মেয়ে বিমলা আক্তার (২৭), কাজী মিয়ার মেয়ে আলেয়া আক্তার (২৫), আমজাত আলীর মেয়ে সুজাতা বিবি (৩০)। এদের বাড়ি ঢাকা সাভারে হলেও বেশ কিছুদিন ধরে সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া দরগাহ পাড়ার লাগোয়া ওই ভাড়াবাসায় অবস্থান করছিলে।
রামু থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৫ বেদে নারীকে গ্রেফতার করা হয়। এ সময় আমরা বাড়ির মালিক বাবুলকে আটক করে নিয়ে আসি। কিন্তু পরে ঘটনা খতিয়ে দেখে তার সম্পৃক্ততা না পেয়ে তাকে (বাবুলকে) ছেড়ে দেয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বেদে ৫ নারীকে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply