নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে ৩ লাখ ৩৪ হাজার ছাড়াল প্রাণহানি। ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৪ হাজার ৮৩৩ জন। নতুন ভাবে এক লাখ ৬ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯, যা ভাইরাসটি বিস্তারের পর থেকে রেকর্ড।
সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫২ লাখের কাছাকাছি। একদিনেই যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন ১৩শ’র বেশি মানুষ। আরও ২৮ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।
এদিকে, করোনার বর্তমান হটস্পট ব্রাজিলে ২৪ ঘণ্টায় সাড়ে ১ হাজার ১৮৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। সবমিলিয়ে দেশটিতে ২০ হাজার ছাড়াল প্রাণহানি; আক্রান্ত ৩ লাখ ১০ হাজারের ওপরে।
রাশিয়াতে মৃত্যুহার কম হলেও সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। দেশটিতে ৩ লাখ ১৮ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত।
ইউরোপের দেশগুলোয় লক্ষ্যণীয়ভাবে নেমে এসেছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মানায় দরিদ্র দেশগুলোয় এখন ছড়াচ্ছে করোনা ভাইরাস।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply