সামনে লিখা ‘জরুরি কৃষি পণ্য’ কুড়িগ্রাম থেকে পাবনা যাচ্ছিল ট্রাকটি। নাটোর শহরের মাদ্রাসা মোড়ে ট্রাকটি আটকে দেয় র্যাব সদস্যরা। ট্রাকের পেছনে কিছু না থাকায় সন্দেহ বাড়ে। পরে চালকের ক্যাবিন তল্লাশি করে পাওয়া যায় ৫৫ কেজি গাঁজা। আটক করা হয় চার তরুণকে। আজ শুক্রবার ভোর সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে।
র্যাব, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম জানান, শুক্রবার ভোরে তাঁরা শহরের মাদ্রাসা মোড়ে বগুড়া-পাবনা মহাসড়কে যানবাহন তল্লাশি করছিলেন। এ সময় একটি খালি ট্রাক জরুরি কৃষি পণ্য পরিবহনের স্টিকার লাগিয়ে পাবনার দিকে যাচ্ছিল। তাঁরা ট্রাকটি থামিয়ে তল্লাশি করেন। এ সময় চালকের পেছনের ক্যাবিনে বিশেষ কায়দায় টেপ দিয়ে আটকানো ৫৫ কেজি গাঁজা পাওয়া যায়। গাঁজা বহনের অভিযোগে ক্যাবিনে থাকা চালকসহ চারজনকে আটক করা হয়। পরে তাঁদের সদর থানায় হাজির করে মাদকের নিয়মিত মামলা দেওয়া হয়। গাঁজা বহনকারী ট্রাকটিও জব্দ করে থানায় জমা দেয়া হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply