ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানের গোয়েন্দা প্রশিক্ষিত কবুতর আটকের দাবি করেছে ভারতীয় প্রশাসন। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকা থেকে ওই সন্দেহজনক কবুতরটি আটক করা হয়। ওই কবুতরের সঙ্গে পাওয়া ‘মেসেজ কোড’ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, রীতিমতো প্রশিক্ষণ দিয়ে চরবৃত্তির জন্য দেশে কবুতর পাঠিয়েছে পাকিস্তান। এই সন্দেহে জম্মু ও কাশ্মীর থেকে ওই কবুতর আটক করা হলো।
কবুতরটি একটি মেসেজ কোড বয়ে এনেছিল পাকিস্তান থেকে। সেখান থেকে হীরানগর সেক্টরের মানইয়ারি গ্রামের বাসিন্দারা কবুতরটিকে দেখে সন্দেহ হওয়ায় তাকে ধরে ফেলে। কর্মকর্তারা জানান, নিরাপত্তারক্ষীরা সেই মেসেজ কোড খতিয়ে দেখছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply