November 23, 2024, 3:55 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
গৃহঋণের জন্য আবাসন খাতে বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ বেনাপোল পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার। বেনাপোল বলফিল্ড মাঠে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ অনুষ্ঠিত। বেনাপোল ধান্যখোলা সীমান্তে ৩৬ কেজি গাঁজাসহ ১টি মোটরসাইকেল উদ্ধার। টঙ্গীবাড়ীতে বীজ আলু ও সার ব্যাবসায়ী দের সাথে ইউএনওর মত বিনিময় সভা। বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ২৪ জন কিশোর ও কিশোরী দেশে ফিরেছে। আ.লীগ নেতার জবর দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার। রাজধানীতে কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ১৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামী গ্রেফতার। যশোর পর্যটন খাতেও ব্যাপক ভূমিকা রাখতে পারে বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। উপদেষ্টা এ এফ হাসান আরিফ বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে চাল আমদানি শুরু। বেনাপোলের শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। ভালুকায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ধনবাড়ী উপজেলার নব নিযুক্ত নির্বাহী অফিসারের সাথে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ। নওগাঁ পত্নীতলার ডিগ্রি চতুর্থ বর্ষের ছাত্র সুমন হোসেন কে হত্যা করে গলায় ফাঁসি দিয়ে কাঁঠাল গাছের ঝুলিয়ে রহস্য জনক মৃত্যু। শার্শায় ৪ যুগ ধরে খবরের কাগজের ফেরিওয়ালা সিরাজ আর নেই। রাজনৈতিক গুরু হিসেবে মওলানা ভাসানীকে স্বীকৃতি দিতে হবে …… অধ্যক্ষ এম শরিফুল ইসলাম বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত। যশোর যৌনকর্মী প্রেমিকাকে নিয়ে দ্বন্ধে হেলপার বাপ্পি খুন। মওলানা ভাসানীকে অপমান করায় আওয়ামী লীগ বিলুপ্ত প্রায় বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে সাহিত্য ও সংস্কৃতির সংস্কার চাই – রেজাবুদ্দৌলা চৌধুরী। ভালুকায় জমি দখল ও খেতের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ মওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করার দাবি …. বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস। দেশপ্রেমিক লোকদের সঠিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে …… অধ্যাপক ড. সায়েদা ওবায়েদ যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্তৃক ৩০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ ০১ জন আটক। ওষুধের দাম কমানোর আহ্বান ……এম এ আলীম সরকার গাজীপুর কোনাবাড়ীতে আবাসিক হোটেলে চলছে নারী ও মাদকের রমরমা ব্যবসা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক লিফটের দাম ১ কোটি ৯৫ লাখ, ৫০ টনের এসি ৫২ লাখ টাকা বরাদ্দ চেয়ে প্রস্তাব !

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক লিফটের দাম ১ কোটি ৯৫ লাখ, ৫০ টনের এসি ৫২ লাখ টাকা বরাদ্দ চেয়ে প্রস্তাব !

করোনার প্রভাবে দেশ দূর্যোগকাল পার করলেও রাষ্ট্রিয় অর্থলোপাটের পাঁয়তারা থেমে নেই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক লিফটের দাম ২ কোটি টাকা, ৫০ টনের এসি ৫২ লাখ, পিএবিএক্স-ইন্টারকম প্রতি সেট টেলিফোন ১৫ লাখ আর টেবিলের দাম ১২ লাখ টাকা বরাদ্দ চেয়ে পরিকল্পনা কমিশনের কাছে প্রস্তাব অনুমোদনের জন্য পাঠিয়েছে । বুধবার (১৭ জুন) এই ভয়ংকর অনিয়মের চিত্র তুলে ধরে একটি বেসরকারি টিভি চ্যানেল প্রতিবেদন প্রচার করে। এতে বলা হয়, পরিকল্পনা কমিশনের কাছে বরাদ্দ চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রেরণ করা প্রস্তাবে প্রতিটি প্যাসেঞ্জার লিফটের দাম ধরা হয়েছে ১ কোটি ৯৫ লাখ টাকা। ২১টি লিফটের মোট দাম ধরা হয়েছে ৪০ কোটি ৯৫ লাখ টাকা। যদিও প্রকার ভেদে বর্তমান বাজার মূল্যে একটি লিফটের দাম সর্বনিম্ন ২৫ লাখ থেকে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৫০ টনের এসি ইউনিটির দাম ধরেছে ৫২ লাখ টাকা। বর্তমান বাজেরে বিভিন্ন ব্রান্ডের প্রতিটন এসির দাম সর্বনিম্ন ৩৫ হাজার থেকে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা। সেই হিসেবে প্রস্তাবিত অর্থে ১০০ টন এসি কেনা সম্ভব, অর্থাৎ দ্বিগুণ অর্থবরাদ্দ চাওয়া হয়েছে।

অর্থ বরাদ্দের প্রতিটি প্রস্তাবে পাওয়া যায় অর্থ লোপাটের পরিকল্পনা। সিকিউরিটি এন্ড গেট লাইট সাড়ে ১২ লাখ টাকা প্রতিটি, সভাকক্ষের টেবিলের দামও ১২ লাখ টাকা। পিএবিএক্স-ইন্টারকম ব্যবস্থার প্রতিটি টেলিফোনের দাম ধরা হয়েছে ১৫ লাখ। লাগবে ৭টি প্রকল্পের জন্য। সাবমার্সিবল পাম্পের প্রতিটির দাম ধরা হয়েছে ২০ লাখ টাকা করে। লাইটনিং অ্যারেস্টার বা আর্থিং প্রতিটি সাড়ে ১৭ লাখ টাকা দাম ধরা হয়েছে। প্রতিটি প্রকল্পের কম্পিউটার নেটওয়ার্ক খরচ ধরা হয়েছে ১০ লাখ টাকা করে। আর একটি গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ ৬ লাখ টাকা।

এছাড়া প্রতিটি সিসি ক্যামেরা ৩০ হাজার ও আইপিএসের দাম ধরা হয়েছে ৬০ হাজার টাকা করে। ইনকিউবেটরের দাম ধরা হয়েছে ৮০ হাজার। খাঁচার দাম ৪০ হাজার, ফুল সাবিকিব টেবিল ৮০ হাজার, হাফ সাবিকিব টেবিল ৫০ হাজার, রিভলভিং চেয়ার ২০ হাজার টাকা করে। হাতলসহ কুশন চেয়ার ১২ হাজার টাকা। ঘাসকাটার মেশিন প্রতিটির দাম ধরা হয়েছে ৩০ হাজার টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই আকাশ-কুসুম অর্থ বরাদ্দের প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনের অর্থ ব্যবস্থাপনা সচিব আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি অনিয়মের পক্ষেই সাইফ গেয়েছেন। প্রতিটি লিফটের দাম ১ কোটি ৯৫ লাখ টাকা লেখা থাকলেও তিনি বলেন, এই ইউনিট অর্থাৎ ৩টি লিফটের দাম ১ কোটি ৯৫ লাখ টাকা। যদিও নথিতে লেখা মোট ২১টি লিফটের দাম ধরা হয়েছে ৪০ কোটি ৯৫ লাখ।

দামের অসমঞ্জাস্যের বিষয়টি তুলে ধরলে সচিব বলেন, পিডব্লিউডি আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিলটি প্রস্তাব করেছে। এই বিষয়ে তারা ভালো বলতে পারবেন। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে যোগাযোগের করা হলে তিনি ব্যস্ত আছেন ফোন কেটে দেন। গত বছর ফরিদপুর মেডিকেলে সাড়ে ৩৭ লাখ টাকার পর্দা কিংবা রূপপুর পারমাণবিক কেন্দ্রের ছয় হাজার টাকার বালিশকাণ্ডে সারাদেশে সমালোচনার ঝড় তোলে। রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের বাকেরগঞ্জ, ফেনীর ফুলগাজী, যশোর, ময়মনসিংহ, বগুড়া ও রংপুর সদরে যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করতে ব্যয় ধরা হয় ৪৩৬ কোটি ৬৮ লাখ টাকা। ধারণা করা হয়েছিল, করোনাকালে জীবন ঝুঁকিতে থাকা মানুষ অনিয়ম-দুর্নীতি থেকে দূরে থাকবে, তবে তাকে ভূল প্রমাণ করলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

টিআইবি জানায়, দুর্নীতিবাজদের শাস্তির বদলে রক্ষার চেষ্টায় অনিয়ম থামার বদলে বাড়ছে। সরকারি প্রকল্পে অনিয়মের খবর প্রকাশের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ, গঠিত হয় তদন্ত কমিটি। তবে তা খুব কমই আলোর মুখ দেখে। শাস্তির বদলে অদৃশ্য কারণে রেহাই পায় দুর্নীতিবাজরা। এমন অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দূর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া কিংবা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পাওয়ায় বন্ধ হচ্ছে না এই ধরনের দুর্নীতি। সুশাসন আর জবাবদিহিতার অভাবে দিনে দিনে সরকারি দুর্নীতি ক্রমান্বয়ে কমার বদলে বাড়ছে। এখনই এর লাগাম টেনে না ধরলে দুর্নীতি বাড়বে বৈকি কমবে না। রাষ্ট্রীয় অর্থ লোটপাট পাঁয়তারা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি সংগঠিত হওয়ার পর, তার ভিত্তিতে ব্যবস্থা নিতে পারে দুর্নীতি দমন কমিশন। কারো প্রস্তাবের ওপর তদন্ত করতে পারে না দুদক।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com