কানাডার কুইবেকের একটি মসজিদে ২০১৭ সালে ২৯ জানুয়ারি কট্টর ডানপন্থী এক সন্ত্রাসী বন্দুক নিয়ে নামাজরত মুসলমানদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের সময় নিজের বুক পেতে অন্যদের রক্ষা করেন আজেদিন সুফিয়ান। কানাডার জাতীয় দিবসে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এই বীরত্বের জন্য তাকে ও অন্য ৪ জন মুসলিমকে এ বছর মরনোত্তর পদকে ভূষিত করেছেন।
সেই হামলায় ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছিলেন। আর আহত হন বেশ কয়েকজন। এ সময় নিজের বুক পেতে সন্ত্রাসীকে প্রতিহত করেন আজেদিন সুফিয়ান। তার সঙ্গে এগিয়ে আসেন আরও চার মুসলিম যুবক।
তারাও গুরুতর আহত হন। এদের মধ্যে একজন পঙ্গু হয়ে গেছেন। বাকিরাও বেঁচে আছেন ভয়াবহ হামলার ক্ষতচিহ্ন নিয়ে। এ সময় ওই সন্ত্রাসীকে জাপটে না ধরলে হতাহতের সংখ্যা আরও অনেক বেড়ে যেতো।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply