প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ভারত। এর মধ্যে আজ শুক্রবার দেশটির রাজধানী দিল্লি কেঁপে উঠলো ভূমিকম্পে।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সন্ধ্যা ৭ টা নাগাদ ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু বাসিন্দা বাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসে।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল হরিয়ানার গুরুগ্রাম থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। মাঝারি মাত্রার ভূমিকম্পে কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে দিল্লি। প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই কম্পন অনুভূত হয়।
তবে এতে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যানি বলে খবরে বলা হয়েছে।
ভূমিকম্পের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট বার্তায় লিখেন, দিল্লিতে কিছুক্ষণ আগে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি, সবাই নিরাপদে আছেন, নিজের যত্ন নিবেন
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply