করোনা মহামারিতে পাল্টে গেছে বিশ্ব। চির চেনা পবিত্র হজের চিত্রেও এসেছে পরিবর্তন। চলতি বছরের হজের খুতবা বাংলাসহ আরো ৫টি ভাষায় অনুবাদ হয়ে প্রচার হবে। অর্থাৎ এ বছর মোট ১০টি ভাষায় হজের খুতবা শোনা যাবে। খবর গালফ নিউজ।
গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন, এ বছর আরবি ছাড়াও হজের খুতবা ইংরেজি, মালে, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রাশিয়ান, হাওসাবী এবং বাংলা ভাষায় হবে।
৯ জ্বিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। সাধারণত আরবি ভাষাতেই এই খুতবা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে গত বছর ৫টি ভাষায় এই খুতবার অনুবাদ প্রচারিত হয়েছিলো।
আরাফাতের ময়দান হলো সেই স্থান যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় ভাষণ দিয়েছিলেন।
করোনা ভাইরাসের কারণে এবার সৌদি আরবে অবস্থানরত মুসলিমদের থেকে মাত্র কয়েক হাজার মানুষ হজের অনুমতি পেয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ বিদেশি এবং ৩০ শতাংশ সৌদি আরবের নাগরিক।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply