টাঙ্গাইল প্রতিনিধিঃ গত কয়েক দিনের টানা বৃষ্টি ও নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে পড়েছে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ।
গত দুই দিনের ভাঙনে সদর উপজেলার শিবপুর পাছবেথর এলাকায় পুংলী নদীর পাশে বাঁধের প্রায় ২৫০ মিটার এলাকা ভেঙে গেছে। আপাৎকালীন ব্যবস্থা গ্রহণ করে ভাঙ্গন ঠেকানোর প্রচেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
বাঁধের ওই পয়েন্টে প্রতিদিনই জিও ব্যাগ ফেলা হচ্ছে। তারপরও রাস্তার কিছু অংশসহ বাঁধের অনেকটাই ভেঙে গেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, এটি পাছবেথর এলাকার কম্পান্ট মেন্টালাইজেশন পাইলট প্রজেক্টের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাঁধটি গত বছর থেকেই ঝুঁকিপূর্ণ। এখানে কিছু দূর পর পর বড় বাঁক রয়েছে। যখন পানি বেড়ে যায়, তখন এই বাঁকগুলোতেই ভাঙন দেখা দেয়। এটি আসলে নদীর স্রোতের কারণে হয়।
তিনি বলেন, ‘‘আমরা ইতোমধ্যেই ওই বাঁক আর ভাঙনের স্থানগুলো চিহ্নিত করে কাজ শুরু করেছি। ইতোমধ্যে এখানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। ২৪ ঘণ্টাই পানি উন্নয়ন বোর্ডের লোকজন এখানে উপস্থিত থাকে সার্বক্ষনিক তদারকি করছে। যেখানে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে, সেখানে ডাম্পিং নেমে গেলে আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে নতুন ডাম্পিং করা হয়।
‘বাঁধটি টাঙ্গাইল শহরে পানি প্রবেশ রোধে নির্মিত হয়েছে। তাই বাঁধটির গুরুত্ব অনেক। ইতোমধ্যেই টাঙ্গাইল শহরকে রক্ষার জন্য ও ভাঙন প্রতিরোধে পুংলী নদীর পাশে ২৫০ মিটারের মধ্যে ১২ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply