টাঙ্গাইল প্রতিনিধিঃ – টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি দাড়িয়ে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দিলে অপর মাইক্রোবাসটিতে আগুন ধরে সম্পূর্ণ ভস্মীভূত হয়।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দরুন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে মহাসড়কের দরুন নামক স্থানে দাঁড়ানো একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এসময় পিছনের মাইক্রোবাসটিতে আগুন লেগে যায় এবং দাঁড়ানো মাইক্রোবাস খাদে পড়ে যায়।
পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply