নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক অফিস আদেশে তাদের এ নিয়োগ দেয়া হয়।
বন্দর থানার ওসি রফিকুল ইসলামকে সোনারগাঁয়ের ওসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে বন্দর থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন ফখরুদ্দিন ভূঁইয়া। তিনি এর আগে নরসিংদীর বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামানকে বদলি করে নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার নেয়া হয়েছে।
গত বছরের ডিসেম্বরের শেষের দিকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম যোগদানের পর এই প্রথম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পরিবর্তন এসেছে। এর আগে পুলিশ পরিদর্শকসহ অন্যান্য পদে ব্যাপক রদবদল হলেও থানার শীর্ষ কর্মকর্তা পদে কোন রদবদল করা হয় নি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply