টাঙ্গাইল প্রতিনিধিঃ যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবে টাঙ্গাইলের গোপালপুরের ৫ ব্যক্তি নিখোঁজ হয়েছে। বুধবার (৫ আগষ্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জের চায়না ঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (৬আগষ্ট) দুপুর পর্যন্ত নিখোঁজ ওই পাঁচ নৌকা আরোহীর সন্ধান পাওয়া যায়নি। যমুনায় নিখোঁজ ব্যক্তিরা হলে, গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল পূর্র্বপাড়া গ্রামের সাত্তার মন্ডলের ছেলে মারুফ হাসান (২৬), আব্দুর রশিদের ছেলে হাসিনুর রহমান (৩০), আবুল হোসেনের ছেলে মিজান (২৮), সোহরাব হোসেনের ছেলে শরিফ (১৭) ও কিতাব আলীর ছেলে শাহাদত (১৭)।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে নিজেদের টাকায় পিকনিকের আয়োজন করেন ওই গ্রামের ২৭জন যুবক। বুধবার সকালে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই ঘাট থেকে ৪ হাজার টাকা ভাড়ায় একটি ইঞ্জিন চালিত নৌকায় পিকনিকের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে যায়।
সেখানে দুপুরের খাবার শেষে গোপালপুরে ফেরার পথে বিকেল পাঁচটার দিকে সিরাজগঞ্জের চায়না ঘাটের অদূরে প্রবল স্রোতে আরোহীসহ নৌকাটি ডুবে যায়। এতে ওই পাঁচ আরোহী নিখোঁজ হয়। বাকিরা সাঁতার কেটে নিরাপদ স্থানে পৌঁছান
সিরাজগঞ্জ থানার বরাত দিয়ে তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে সর্বশেষ উদ্ধারকর্মীরা নিখোঁজ ওই পাঁচ ব্যক্তির সন্ধান চালাচ্ছেন। এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply