টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জের ধরে সামিয়া আক্তার মেঘলা (২৩) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৭ আগস্ট শুক্রবার সকালে উপজেলার মীর দেওহাটা গ্রামে এ ঘটনা ঘটে। সে মীর দেওহাটা গ্রামের জুয়েল ব্যাপারীর স্ত্রী। তাদের দেড় বছর ও দুই মাস বয়সী দুটি সন্তান রয়েছে।
পুলিশ জানায়, দরিদ্র পরিবারে অভাব অনটনের কারণে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। শুক্রবার সকালে স্ত্রীর সঙ্গে স্বামীর কথা কাটাকাটি হলে মেঘলা অভিমান করে ঘরের ভেতর গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply