টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুরে প্রবাসীদের বাড়ীতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের আরও দুই ডাকাত গ্রেফতার গ্রেফতার করেছেন টাঙ্গাইলের ডিবি পুলিশ।
৬ আগস্ট টাঙ্গাইল ডিবি পুলিশ দক্ষিণ এর অফিসার ইন চার্জ শ্যামল দত্তের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এই দুই সদস্যকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃরা হলো আজিজুল ইসলাম (৩৫) ও এবাদুল (৩২)।এরা সম্পর্কে শ্যলক ভগ্নিপতি।
টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইন চার্জ শ্যামল দত্ত জানান, গত ১৮জুন দিবাগত রাতে সখিপুর থানার গড়বাড়ী টোকপাড়া সাকিনের সৌদি প্রবাসী রুহল আমিন ও রাজ্জাকের বাড়ীত ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ টাকা, স্বর্ণ অলংকার ও ১ টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ১৯ জুন সখিপুর থানায় একটি মামলা দায়ের করেন ভিকটীম। যার সখিপুর থানার মালা নং ১৭। তারিখ ১৯.৬.২০ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
টাঙ্গাইলের পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও ডিবি অফিসারদের অক্লান্ত পরিশ্রমের ফলে মামলার অভিযুক্তদের গ্রেফতারে করতে সক্ষম হয়েছি। তিনি বলেন সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬ আগস্ট কুখ্যাত আন্তজেলা ডাকাত দলের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। ৭ আগস্ট তাদেরকে আদালতে প্রেরণ করিলে আসামীদ্বয় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
তিনি আরো জানান গ্রেফতারকৃত আজিজুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে বর্তমানে ৭ টি ডাকাতি মামলা,
০১ টি হত্যা মামলা, ০১টি অস্র মামলা ও ০১ টি চুরি মামলা সহ মোট ১০ টি মামলা চলমান। অপর ডাকাত সদস্য এবাদুল (৩২) এর বিরুদ্ধে ডাকাতি, বিস্ফোরক সহ ০৪ টি মামলা রয়েছে।
তিনি জানান এর আগে এই মামলায় আরোও ০৪ জন আন্তজেলা ডাকাত আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে। এ মামলায় মোট ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হলো। সবাই আদালতে জবানবন্দী স্বীকারোক্তিমূলক জবানবন্ধি প্রদান করেছে।।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply