টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পপাশের জলাশয় থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
৮ আগস্ট শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া এলাকার জুঁই-জুথী ফিলিং স্টেশনের উত্তরপাশে বন্যার পানি থেকে এই লাশ উদ্ধার করা হয়। তাদের দুজনের গলায় কাটা রক্তাক্ত জখম রয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা হত্যা নয়, দুর্ঘটনায় তাদের মৃত্যু হতে পারে।
নিহতদের সাথে থাকা কাগজ পত্র অনুযায়ী তাদের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলো কুড়িগ্রাম জেলার চিলমারী থানার শান্তিনগর গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে মাসুদ রানা (৩০) ও রংপুর জেলার কুতোয়ালী থানার চানবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন (৩২)।
নিহতদের মধ্যে মাসুদ রানা গাজীপুরের কাশিমপুরে গ্রামীণ ফেব্রিকস নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং মামুন একই জেলার চক্রবর্তী এলাকায় একটি মোবাইল লোড ও বিকাশের ব্যবসা পরিচালনা করতেন বলে পুলিশ জানিয়েছেন।
ধারনা করা হচ্ছে, উত্তর বঙ্গের ওই দুই জেলার দুই বাসিন্দা ঈদের ছুটি শেষে একই মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছিলেন। শনিবার ভোরে মহাসড়কের ওই স্থানে পৌছালে তারা ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারে অথবা দুর্ঘটনার শীকার হতে পারে।
মির্জাপুর থানা এস আই দিপু ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে মহাসড়কের পাশে বন্যার পানিতে তাদের দুজনের লাশ ভাসতে দেখে স্থানীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্পটে গিয়ে যৌথভাবে লাশ দু’টি উদ্ধার করে। এসময় সেখান থেকে তাদের ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল, হেলমেট, কাপড়চোপড় ও কাগজপত্রসহ একটি ব্যাগ, ও মোবাইল উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারনা দ্রুতগতির মোটরসাইকেলকে ভারী যানবাহনে চাপাদিলে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে বিদ্যুতের নীচু তার গলায় লেগে কাটা জখমের সৃষ্টি হয়ে থাকতে পারে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপু সরকার জানিয়েছেন লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করচ্ছে। অধিকতর তদন্তের পর হত্যা না দুর্ঘটনা তা বিস্তারিত জানা যাবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল), মির্জাপুর থানার অফিসার ইন চার্জ সায়েদুর রহমান ও ওসি তদন্ত গিয়াস উদ্দিনও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গনমাধ্যমকে জানান বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্ত শাপেক্ষে ঘটনার মূল রহস্য জানা যাবে
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply