টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভূঞাপুরে আল্লাহ, আল্লাহর রাসুল ও ইসলাম ধর্ম নিয়ে ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে কটূক্তি করায় শ্রাবণ হালদার নামের এক কলেজ শিক্ষার্থীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তেজিত জনতা এ হামলা চালায়।
শ্রাবণ হালদার উপজেলার গোবিন্দাসী গ্রামের শ্যামল হালদারের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, কলেজছাত্র শ্রাবণ হালদার আল্লাহ, আল্লাহর রাসুল ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে বন্ধুদের ফেসবুক মেসেঞ্জারে পোস্ট দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং এলাকায় এ খবর ছড়িয়ে পড়ে।
পরে বিক্ষুব্ধ জনতা ৩১ আগস্ট বিকেলে মিছিল সহকারে তার বাড়িতে হামলা ও ভাংচুর করে।
পরে পুলিশ এসে তাকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীরা আগামীকাল সকাল ১০টার মধ্যে শ্রাবণকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়।
কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল মনির বলেন, ইতোমধ্যে যারা এ ধরনের কাজ করেছে কাউকেই ছাড় দেয়া হয়নি। শ্রাবণ হালদারকেও ছাড় দেয়া হবে না। খুব তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply