এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিকান্দার জুলকার নাইম মাদক আইনে দায়েরকৃত এক মামলায় স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
একই সঙ্গে দু’জনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বরবিকালে রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত স্বামী কালু মিয়া ও স্ত্রী রাণী বেগম দু’জনকেই টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দম্পতি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মীর দেওহাটা গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইল আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মনিরুল ইসলাম খান জানান, মির্জাপুর থানা পুলিশ দণ্ডিত দম্পতিকে ২০১০ সালের অক্টোবর মাসে ৬ লিটার ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে ওই দম্পতির অপরাধ প্রমাণিত হওয়ায় টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিকান্দার জুলকার নাইম এ রায় দেন
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply