এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ১২টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় চারজন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে জেলার সব ইউএনও’র সরকারি বাসভবনে চার জন করে মোট ৪৮ জন আনসার সদস্য পাহারায় রয়েছেন। তবে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার পরেরদিন থেকেই স্থানীয় আনসার সদস্যরা ইউএনওদের বাসভবনে পারাহায় ছিলেন।
বাসাইলের ইউএনও শামছুন নাহার স্বপ্না বলেন, ‘দেশের সব ইউএনওরাই আতঙ্কে থাকেন। তারপর আবার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় আরও আতঙ্ক বেড়ে গেছে। আমাদের নিরাপত্তার বিষয়ে আগে থেকেই দাবি ছিল। এখন সেটি বাস্তবায়ন হল। শারীরিক ও বাসভবনে নিরাপত্তায় এখন চারজন আনসার সদস্য দেওয়া হয়েছে।’
কালিহাতী ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘জেলার প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণি শারীরিক ও তাদের সরকারি বাসভবনে চারজন করে সশস্ত্র আনসার সদস্য পাহারায় রয়েছে। তারা ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply