ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় ট্রাক চাপায় মোহাম্মদ নজরুল ইসলাম (২৮) নামের বেসরকারি চাকরিজীবি এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌর সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়।
নিহত নজরুল ইসলাম পার্শ্ববর্তী গফরগাঁও পৌরসভার কে বি আই শিলাসি এলাকার মোহাম্মদ ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম রাস্তার সড়ক বিভাজক পার হওয়ার সময় ঢাকা গামী অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে গাড়ি চাপায় তার মুখমন্ডল চেপ্টা হয়ে যাওয়ায় তাকে সনাক্ত করা সম্ভব হচ্ছিল না।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে এবং তার সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অনুসারে তার পরিচয় সনাক্ত করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply