টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজোলার খিলদা গ্রামের আদম বেপারি মোখলেছুর রহমানের খপ্পরে পড়ে নি:স্ব হয়ে পড়েছে মদন সুত্রধর নামে এক ব্যাক্তি।
এর প্রতিকার চেয়ে আদালতে একটি মামলা করেন মদন সুত্রধর। ওই মামলায় আদম বেপারি প্রায় ১ মাস হাজত বাসের পর জামিনে মুক্তি পেয়ে।মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন বাদীকে।তার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাদি।গত ২২ সেপ্টেম্বর বাদি মদন সুত্রধর তার জীবনের নিরাপত্তা চেয়ে কালিহাতী থানায় সাধারণ ডায়রি করেছে।
লিখিত অভিযোগে জানাগেছে,কালিহাতী উপজেলার রতনগঞ্জ পাল পাড়ার মদন সুত্রধর আদম বেপারি মোখলেছুর রহমানের নামে আদালতে সিআর মোকাদ্দমা নং ২৫৫/১৯ সংক্রান্ত একটি মামলা নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে সম্প্রতি মোখলেছুর রহমান বাদি মদন সুত্রধরকে কালিহাতী বাসস্ট্যান্ডে একা পেয়ে মামলা তুলে নিতে বলে আর মামলা তুলে না নিলে প্রানে মেরে ফেলার হুমকি দেয়।তার হুমকিতে বাদি মদন সুত্রধর প্রান ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।মদন সুত্রধর সংখ্যালগু পরিবার হিসেবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply