রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার নড়িয়ায় উপজেলায় আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১২ টার সময় সুরেশ্বর মাজার জিয়ারতের উদ্দেশ্যে ৩০ জন যাত্রী নিয়ে পদ্মানদীতে একটি ট্রলার ডুবে নিশি (০৫) নামের এক শিশু নিখোঁজ। নিখোঁজ নিশি জাজিরা উপজেলার জব্বার আলী আকন কান্দি গ্রামের জামাল মাদবরের মেয়ে।
স্থানীয় ও ট্রলারের যাত্রী সুত্রে জানা যায়, বেলা ১২ টার সময় জাজিরা হতে সুরেশ্বর দরবার শরীফে আসার সময় নড়িয়া উপজেলার চন্ডিপুর ভিআই পি মোড় এলাকায় পদ্মা নদীতে ৩০ জন যাত্রী নিয়ে ট্রলার টি ডুবে যায়। এসময় পারে থাকা লোকজনের সমন্বয়ে ও নদীতে থাকা একটি ট্রলার এসে অতি দ্রুত ডুবে যাওয়া ট্রলার টি থেকে মোট ২৯ জন যাত্রী উদ্ধার করে। কিন্তু উদ্ধারকারীরা ভাবছিলেন সকল যাত্রী নিরাপদে টলারে উঠিয়েছেন। কিছু সময় পর জানা যায় নিশি নামের একজন শিশু নিখোঁজ।
কিছুক্ষন পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাড়াতারি ঘটনা স্থলে পৌঁছান ও কেদারপুর ইউপি চেয়ারম্যান ঘটনা স্থাল পরিদর্শন করেন।
উদ্ধারকারী মনির আহম্মেদ গণমাধ্যম কে বলেন, জাজিরা থেকে আশা ট্রলারটি সুরেশ্বর দরবার শরিফের কাছে আসলে শ্রোতের কারনে ট্রলারটি ডুবে যায়। এসময় আমরা স্থানীয়রা ডুবে যাওয়া ট্রলারে থাকা ২৯ জনকে উদ্ধার করি। তবে নিখোঁজের মা বলে এখনো একজন শিশু নিখোঁজ রয়েছে।
কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ ছানাউল্লাহ বলেন, জাজিরা থেকে শুরেশ্বর দরবার শরীফের উদ্যেশে একটি ট্রলার আসেন। দুর্ঘটনার খবর পেয়ে আমি আসি। এবং বরিশাল হতে ডুবুরি দল আসলে উদ্ধার কাজ শুরু হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply