ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের ১০ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।
রবিবার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন।
তিনি জানান, মাদকাসক্ত ৬৮ পুলিশ সদস্যদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। আর ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলা নিষ্পত্তি শেষে ১০ জনকে চাকরিচ্যুত করা হয়।
গত বছর ডিএমপি কমিশনারের দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন মোহা. শফিকুল ইসলাম। সে অনুযায়ী পুলিশ সদস্যদের ডোপ টেস্ট শুরু হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply