রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি : শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোট ১০ জন চিকিৎসকের মধ্যে ০৭ জন চিকিৎসক ছুটি না নিয়েই ভ্রমণে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ চিকিৎসক এর বিরুদ্ধে।
ওই ৭ জন চিকিৎসক হচ্ছে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রিজভী, ডা. বদরুন্নাহার, ডা. তানিয়া, ডা. আলামিন, ডা. রাব্বি, ডা. সিফাত তাসরিন ও ডা. তাহের। ৭ জন চিকিৎসক ছুটি না নিয়ে ভ্রমণে যাওয়ায় রোগীরা পাচ্ছে না ঠিকমতো চিকিৎসা সেবা। এতে কঠিন সময় পার করতে হচ্ছে রোগীদের।
এই বিষয়ে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হাফিজুর বলেন ৫০ শয্যা বিশিষ্ট গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপলেক্সে আমি সহ মোট ১০ জন চিকিৎসক রয়েছি। গতকাল (২১ নভেম্বর রোজ শনিবার) হঠাৎ করেই সাত জন চিকিৎসক অনুপস্থিত দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি ছুটি না নিয়ে ২১ নভেম্বর রোজ শনিবার সকাল বেলা তারা কুয়াকাটা ভ্রমণে চলে গেছে। তবে কবে নাগাদ ওই ৭ জন ডা. গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ছুটি না নিয়ে ৭ জন চিকিৎসক ভ্রমণ করতে যাওয়ায় চিকিৎসা সেবার বেহাল অবস্থা। তবে আমি এ বিষয়টি জেলা সিভিল সার্জন কে জানিয়েছি। তবে এ বিষয়ে শরীয়তপুর জেলা সিভিল সার্জন তাদেরকে শোকজ করার নির্দেশ দিয়েছেন। জেলা সিভিল সার্জনের নির্দেশ অনুযায়ী ওই সাত জন চিকিৎসককে শোকজ করা হবে।
শরিয়তপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ মুরাদ বলেন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন চিকিৎসক ছুটি না নিয়ে ভ্রমণে যাওয়ার কারণে আমি তাদেরকে শোকজ করার কথা বলেছি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply