রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় সুরেশ্বর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ টি দোকান ও ০৪ টি বাড়ি। সুরেশ্বর বাজারে এই ভয়াবহ অগ্নিকণ্ডে প্রায় ০৭ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে । আজ রোজ (সোমবার ২৩ শে নভেম্বর) সকাল আনুমানিক ১১ টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে এবং মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ জায়গায়।
সুরেশ্বর বাজারের অগ্নিকাণ্ডের তীব্রতা যখন বাড়তে থাকে, ঠিক সেই সময় স্থানীয়রা যখন অগ্নিকাণ্ডের তীব্রতার খবর শুনতে পায় সাথে সাথেই স্থানীয়রা বিদ্যুৎ গতিতে নদীর পাড়ে থাকা জাহাঙ্গীর বেপারীর পানির পাম্প ও বেরি বাদে থাকা লোকজনের প্রবল প্রচেষ্টায় এক ঘন্টার ভিতরে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সুরেশ্বর বাজারে অগ্নিকাণ্ডের সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, অগ্নিকাণ্ডে কাশেম বাবুর্চির তেল-গ্যাস পেট্রোল ও মোদি দোকান, আমানুল্লাহ দেওয়ানের একটি মোবাইলের দোকান, ও একটি যন্ত্রাংশের দোকান, দুটি খাবারের হোটেল, ও দুটি থাকার ঘর, রশিদ হাওলাদারের দুটি দোকান, ও দুটি ঘর, মোকসেদ পালের হার্ডওয়ারের দোকান, দেলোয়ার মোল্লার ওয়াকসপ, নজরুল ইসলামের সেনেটারী দোকান, বোরহান বাবুর্চির চায়ের দোকান, জাকির বয়াতির কাপড়ের দোকান, জহির বেপারীর মেশিনারিজ দোকান, মুজাফফর দেওয়ানের মুরগির দোকান, আবু কালাম মাঝির চটপটির দোকান, ও সাইফুল সোহেলের অটো গ্রাজিং এর দোকান সহ প্রায় ২০ টির মত দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা আরো বলেন কাশেম বাবুর্চির তেল ও গ্যাসের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং ইতিমধ্যেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply