মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল জেলা প্রতিনিধি: আমি সপ্ন দেখতে ভালবাসি, আমি সপ্ন দেখাতে চাই এমন সব উক্তির জন্মদাতা চারন কবি বিজয় সরকার নড়াইল পল্লি ডুমধি গ্রামে ১৯১৩ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। শিশুকালেই তার শিল্পের বিকাশ ঘটে। জ্যাঠুর কাছেই তার প্রথম শিক্ষাজীবন লাভ হয়। এরপর তিনি হোগলাডাঙ্গা স্কুলে পড়ালেখা শুরু করেন। সেখান থেকে মাধ্যমিক বাশগ্রাম স্কুলে পড়ালেখা শেষে তিনি শিংগা শুলপুর ইন্সটিটিউশন এ ভর্তি হন। কিন্তু তখন তার বাবা মারা যায় তাই তিনি পেশা হিসাবে নায়েবের চাকরি করেন গোপালপুর এ।
যেহুতূ শিশুকালেই তার শিল্পের প্রতিঝোক ছিলো তাই তখনি তিনিই বিভিন্ন আসরে গান গাইতে শুরু করেন। গোপালগন্জের এক মহতি মানুষের সান্নিধ্যে বিজয় বঢ় আসরে গান গাওয়ার সুযোগ পান। আমি বহু নামে তোরে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি? এমন সব দামি গান গেয়ে জনপ্রিয়তার শির্ষে যান চারন কবি। সেসময় তিনি একি সাথে কবিগান, জারি সহ নানা গান গাইতে থাকেন। বিটিভি,বাংলা বেতার সহ বিভিন্ন প্রোগ্রামে গান পরিবেশনা করেন। নিজে লিখে গান গেয়ে বিজয় সরকার সকলের চোখে তাক লাগিয়ে দেয়। পল্লিকবি জসিম উদ্দিন, চিত্রশিল্পী এস এম সুলতান, কাজি নজরুল ইসলাম দের বৈঠকে গান গেয়ে খ্যাতি বনে যাওয়া বিজয় সরকার ২০০০ গান রচনা করেন।এস এম সুলতান ছিলেন বিজয়ের বন্ধু।
মাঝে মাঝেই সুলতান ছুটে যেতেন বিজয়ের পল্লিতে। এছাড়া বিজয় দেশ বিদেশের মোট ৪০০০ আসরে গান পরিবেশন করেন। বাংলা সাহিত্যের এমন অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরোনত্বর একুশে পদক (২০১৩) ভুষিত করেন।এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, ঠিকি চলে গেছে, চারন কবি বিজয় সরকার এতোসব সৃষ্টির পরে ১৯৮৫ সালের আজকের ৪ ডিসেম্বর ভারতে পরলোক গোমন করেন। মৃত্যু কালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। তার সেরা গান গুলার মধ্য :তুমি জাননা ও তুমি জাননা,আমায় ছেড়ে যেওনা, ছেড়ে গেছে পোষাপাখি এমন সব দেহতত্বি গান রেখে যান।
সগৃহীত
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply