মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এম. এম. কামাল উদ্দিন (বাদশা মুন্সী) এর নামে নড়াইলের নড়াগাতী থানার তার গ্রামের বাড়ির সামনের সড়কের নামকরণ করা হয়েছে। আজ সকালে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা সড়কটির নাম ফলক উদ্বোধন করেন।
এম. এম. কামাল উদ্দিন ১৯৫২ সালের ২রা ফেব্রুয়ারি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কামশিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুন্সী আব্দুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের যশোর জজ কোর্টের জুরি বোর্ডের সদস্য এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বান সাড়া দিয়ে জন্মভূমির স্বাধীনতার জন্য ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ শেষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বিসিআইসির অধীন খুলনা নিউজপৃন্ট মিলস লিঃ থেকে চাকরি শেষ করে বর্তমানে অবসর যাপন করছেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর বড় সন্তান এম. এম. ইমরুল কায়েস বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ হিসেবে কাজ করছেন।
মেয়ে সুলতানা রোজিনা ওয়ান ব্যাংক লিঃ এর প্রিন্সিপাল অফিসার এবং ছোট ছেলে এম. এম. রাজিব বিল্লাহ বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর জেলা সংকেত প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। সন্তানদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাঁর সহধর্মিণী সুরাইয়া বেগম ‘রত্নগর্ভা মা এ্যাওয়ার্ড-২০১৭’ এ ভূষিত হন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply