কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
আজ শুক্রবার ১২/০৩/২০২১খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬:৩৫ ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এবং কক্সবাজার পৌরসভার ০১ নং ওয়ার্ডের সমিতি পাড়া বাজারের উত্তর মাথায় সুমি স্টোরের সামনে হইতে গ্রেফতারকৃত আসামী ১। কিউবা (৪৫), পিতা-উছাচিং, সাং-চৌফলদন্ডী দক্ষিণ রাখাইনপাড়া, ২। সুইম্রা (৪০), পিতা-মংথেইচা, সাং-চৌফলদন্ডী মধ্যম রাখাইনপাড়া, থানা ও জেলা-কক্সবাজার, ৩। ওয়ামংলা (৩৫), পিতা-মংক্যচিং, সাং-সুইপেচা, থানা ও জেলা-অকিয়াব, মায়ানমার, ৪। মোঃ রহিম উল্লাহ (২৫), পিতা-সরু হোসেন, সাং-বড় দেইল, থানা ও জেলা-আকিয়াব, মায়ানমার গনের হেফাজত হতে ০১ টি বাটসহ ৯.৫ ইঞ্চি ৯ এম.এম. পিস্তল, ০৪ (চার) রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন সংযুক্ত ও একটি খালি ম্যাগজিন, ৫০ (পঞ্চাশ) রাইন্ড গুলির বক্স এবং ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কক্সবাজার সদর মডেল থানা থেকে জানা যায়
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply