আপন অন্তরে শান্তি ধারণ করাই হলো প্রকৃত অর্থে ধর্ম। আপন অন্তরে অশান্তি পোষণ করাই হলো অধর্ম অর্থাৎ শান্তির পক্ষে নয় নিরপেক্ষ।
ধর্মের মধ্যে যিনি আছেন তিনিই প্রকৃত মানুষ। আর যিনি বলেন আমি কোনো ধর্মটর্ম মানিনা ধর্ম নিরপেক্ষতা মানি। আসলে তিনি বাহ্যিক দৃষ্টিতে মানুষ হলেও আত্মায় অন্য কিছু। আপন অন্তরে শান্তি ধারণ করাই হলো প্রকৃত অর্থে ধর্ম। আর আপন অন্তরে অশান্তি পোষণ করাই হলো অধর্ম অর্থাৎ শান্তির পক্ষে নয় নিরপেক্ষ।
আমরা জাতিগোষ্ঠী এবং ধর্মকে এক পাত্রে রেখে জগা-খিঁচুড়ি করে ফেলেছি। মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এমন আরো নামের মধ্যে ধর্মের সঙ্গে কোনো যোগসূত্র নেই। এ শুধু একেকটি জাতিগোষ্ঠী নামের মানুষ।
প্রত্যেকটি জাতিগোষ্ঠীর মানুষের জন্য সমগ্র সৃষ্টির একমাত্র শ্রষ্টা আল্লাহ নেতৃত্ব পাঠিয়েছেন। আর প্রত্যেক জাতিগোষ্ঠীর মানুষদের নেতা তাদের স্ব জাতিগোষ্ঠীর কাছে শুধুমাত্র শান্তির বানীই প্রচার ও প্রসার করে গেছেন।
কিন্তু আজ আমরা মনুষ্য জাতিগোষ্ঠী অশান্তির কোন স্তরে গিয়ে পৌঁছেছি তা আমরা নিজেরাই জানিনা। মনুষ্য জাতিগোষ্ঠী আজ শান্তি ধারণ অর্থাৎ ধর্ম কে পুঁজি করে বাণিজ্য করছে। অশান্তি সৃষ্টির হেনো কোনো পন্থা বাদ নেই যা ধর্ম বাণিজ্যকারীদের মধ্যে নেই। আর ধর্মান্ধ ধর্মভীরুরা তাদের বাঃবাঃ দিচ্ছে।
এই সকল তথাকতিত ধর্ম বাণিজ্যকারীদের সামাজিকভাবে বয়কটকরা এখন সময়ের দাবি।
বুঝতে হবে। শান্তি বা ইসলামই ধর্ম। আর মুসলিম বা আত্মসমর্পনকারীই হলো আসল মানুষ জাতি। মহান আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মানুষ হিসেবে গ্রহণ হারুন।
সুফী মোহাম্মদ আহসান হাবীব
১৭-০৪-২০২১খ্রী: শনিবার
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply