টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বাসাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ (অনুর্ধ ১৭) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে পর পর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের প্রথম ম্যাচে বাসাইল পৌরসভা ও কাউলজানী ইউনিয়নের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচে কাশিল ইউনিয়ন কাঞ্চনপুর ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে এবং তৃতীয় ম্যাচে হাবলা ইউনিয়ন ফুলকী ইউনিয়নকে ৩-১ গোলে হারায়।
শনিবার (২৯ মে) ১১টায় উপজেলার বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
এদিকে টুর্নামেন্টের পরবর্তী পর্বে অংশ গ্রহণের জন্য বিকেলে ঊপজেলা (অনুর্ধ ১৭) বালিকা টীম গঠনের লক্ষ্যে বাচাই ও উদ্বোধনী খেলা বাসাইল ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কাউলজানী লুৎফা-শান্তা বালিকা উচ্চ বিদ্যালয় ও দাপনাজোর মার্থালিন্ডস্ট্রম নুরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অংশ গ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। তার অনুপস্থিতিতে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,
এসময় উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ শাহাদাত হোসেন খান, বাসাইল উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান মামুন অর রশিদ খান, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, বাসাইল পৌরসভার প্যানেল মেয়র বাবুল অাহমেদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি অাশিকুর রহমান পলাশ সাধারন সম্পাদক মাহমুদুল হাসানসহ রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply