এম, সোহাইল চৌধুরী, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং শরণার্থী শিবির থেকে বিপুল পরিমান গাঁজাসহ ২জন রোহিঙ্গা গ্রেফতার করেছেন পুলিশ।
গত ০২/০৯/২০২১ ইং তারিখে বৃহস্পতিবার ০১.৪৫ মিনিটের সময়। কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার্ড শরনার্থী ক্যাম্পের ব্লক-এফ, শেড নং-৩৩, রুম নং-০৬ ধৃত আসামী দিল মোহাম্মদ (৩৮) এর বসতঘর।
ঘটনার সংক্ষিপ্ত বিবরনে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার, জনাব মোঃ এ,কে, এম এমরানুল হক মারুফ (সহকারী ক্যাম্প কমান্ডার) এর নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) এবং এএসআই (নিঃ) ১৪১২৪ মোঃ মিজানুর রহমান সহ মোবাইল টহল টিমের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে সময়-০১.৪৫ ঘটিকায় বর্ণিত ধৃত আসামী ০১। দিল মোহাম্মদ (৩৮), পিতা-আলী হোসেন, মাতা-গুল বাহার, ২। হাসিনা (৩২), স্বামী-দিল মোহাম্মদ, মাতা-মুসলিমা, উভয়ই সাং-এমআরসি নং-৬২০২৮, রুম নং-০৬, শেড নং-৩৩, ব্লক-এফ, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদ্বয় এর বসতঘরের চকির নিচে ০১ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ০৫ টি নীল রং এর পলিথিনে মোড়ানো অবস্থায় পলিথিন সহ গাঁজার ওজন ৫,০৬০ গ্রাম, ০১ টি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১,০২২ গ্রাম এবং ০১ টি ব্যাগের মধ্যে কাগজে মোড়ানো অবস্থায় ১৯০ পুড়িয়া, যার ওজন কাগজসহ ৪৪০ গ্রাম, সর্বমোট (৫,০৬০+১,০২২+৪৪০) = ৬,৫২২ (ছয় হাজার পাঁচশত বাইশ) গ্রাম উদ্ধার করা হয়।
দিল মোহাম্মদ (৩৮), পিতা-আলী হোসেন, মাতা-গুল বাহার, ২। হাসিনা (৩২), স্বামী-দিল মোহাম্মদ, মাতা-মুসলিমা, উভয়ই সাং-এমআরসি নং-৬২০২৮, রুম নং-০৬, শেড নং-৩৩, ব্লক-এফ, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীদ্বয় ও আটককৃত মালামাল এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply