November 21, 2024, 1:17 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
বেনাপোল ধান্যখোলা সীমান্তে ৩৬ কেজি গাঁজাসহ ১টি মোটরসাইকেল উদ্ধার। টঙ্গীবাড়ীতে বীজ আলু ও সার ব্যাবসায়ী দের সাথে ইউএনওর মত বিনিময় সভা। বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ২৪ জন কিশোর ও কিশোরী দেশে ফিরেছে। আ.লীগ নেতার জবর দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার। রাজধানীতে কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ১৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামী গ্রেফতার। যশোর পর্যটন খাতেও ব্যাপক ভূমিকা রাখতে পারে বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। উপদেষ্টা এ এফ হাসান আরিফ বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে চাল আমদানি শুরু। বেনাপোলের শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। ভালুকায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ধনবাড়ী উপজেলার নব নিযুক্ত নির্বাহী অফিসারের সাথে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ। নওগাঁ পত্নীতলার ডিগ্রি চতুর্থ বর্ষের ছাত্র সুমন হোসেন কে হত্যা করে গলায় ফাঁসি দিয়ে কাঁঠাল গাছের ঝুলিয়ে রহস্য জনক মৃত্যু। শার্শায় ৪ যুগ ধরে খবরের কাগজের ফেরিওয়ালা সিরাজ আর নেই। রাজনৈতিক গুরু হিসেবে মওলানা ভাসানীকে স্বীকৃতি দিতে হবে …… অধ্যক্ষ এম শরিফুল ইসলাম বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত। যশোর যৌনকর্মী প্রেমিকাকে নিয়ে দ্বন্ধে হেলপার বাপ্পি খুন। মওলানা ভাসানীকে অপমান করায় আওয়ামী লীগ বিলুপ্ত প্রায় বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে সাহিত্য ও সংস্কৃতির সংস্কার চাই – রেজাবুদ্দৌলা চৌধুরী। ভালুকায় জমি দখল ও খেতের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ মওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করার দাবি …. বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস। দেশপ্রেমিক লোকদের সঠিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে …… অধ্যাপক ড. সায়েদা ওবায়েদ যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্তৃক ৩০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ ০১ জন আটক। ওষুধের দাম কমানোর আহ্বান ……এম এ আলীম সরকার গাজীপুর কোনাবাড়ীতে আবাসিক হোটেলে চলছে নারী ও মাদকের রমরমা ব্যবসা যশোর যাত্রীবাহী বাসের ভেতর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা যাচাই-বাছাই করছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গলি থেকে রাজপথ শ্যামবাজারের রক থেকে উঠে প্রাসাদে মিঠুন চক্রবর্তী

বাংলাদেশি সিনেমার মর্যাদা ও সম্ভাবনা ক্রমশ বাড়ছে বিশ্ববাজারে

বাংলাদেশি সিনেমার মর্যাদা ও সম্ভাবনা ক্রমশ বাড়ছে বিশ্ববাজারে

বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক বাজার একটা বড় সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। বিগত কয়েক বছরে একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি ছবি মুক্তি পাওয়া শুরু করেছে। কানাডা, আমেরিকাসহ ইউরোপিয়ান বেশ কয়েকটি দেশে করোনার কারণে দীর্ঘ প্রায় ২ বছর সিনেমাহলগুলো বন্ধ থাকায় সারাবিশ্বে সিনেমা বিপণণের ক্ষেত্রে এক ধরনের শূন্যতা দেখা দিয়েছে। তবে এর মাঝে উপমহাদেশের চলচ্চিত্র থেকে শুরু করে ইউরোপ-আমেরিকান চলচ্চিত্রগুলো একাধিক ওটিটি প্লাটফর্মে রিলিজ দিয়ে তারা তাদের ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশে একাধিকবার চেষ্টা করেও বাংলা সিনেমাকে কেন্দ্র করে ওটিটি প্লাটফর্মের কোনো উদ্যোগ আজ অবধি সফল হয়নি।

গতবছর এফডিসির একাধিক সংগঠনের সমন্বয়ে বাংলা সিনেমা নিয়ে আলাদা একটি প্লাটফর্মের কথা চললেও পরে আর সেই আলোচনা খুব বেশিদূর গড়ায়নি।

এ প্রসঙ্গে প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের চলচ্চিত্রকে বাঁচাতে হলে নিজেদের সমন্বিত হয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। সঠিক জায়গায় সঠিক বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের সকলে এ ব্যাপারে উত্সাহী হলেও আমরা গুছিয়ে উঠতে পারছি না।’

এই সমন্বয়হীনতার সংকট দীর্ঘ দিনের। তবে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান নিজ উদ্যোগে প্রায় কয়েকশ কোটি টাকা লগ্নি করে ওটিটির যাত্রা শুরু করেছে। এর ভেতরে চরকি নামের একটি প্লাটফর্ম অবমুক্ত হয়েছে।

ইমপ্রেস টেলিফিল্মসের সহ প্রতিষ্ঠান হিসেবে একটি ওটিটি প্লাটফর্ম বড় বিনিয়োগে মাঠে নেমেছে। প্রাণ আরএফএল-এর সহ প্রতিষ্ঠান হিসেবে ঝাক্কাস নামের ওটিটি বিশাল বিনিয়োগে বাংলা কন্টেন্ট নিয়ে কাজ শুরু করেছে, যারা খুব শীঘ্রই গ্রাহকদের কাছে সরাসরি আসবে।

যদিও এসব প্রতিষ্ঠান বা ওটিটি প্লাটফর্মের কোনোটিই ডেডিকেটেটভাবে শুধু সিনেমা নিয়ে কাজ করছে না। তারা বিশ্ব বাঙালি দর্শকদের কথা চিন্তা করে নানা ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছে। এদিকে বাংলাদেশের সিনেমা নিয়ে সরাসরি বিশ্ববাজারের একাধিক থিয়েটারে প্রদর্শনীসহ বিভিন্ন বিপণনের কাজ করছে স্বপ্ন স্কেয়ারক্রো, বায়োস্কোপ ফিল্মস’সহ কয়েকটি প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানগুলো বাংলা সিনেমার বাজারকে প্রসারিত করার কাজটি যখনই একটু আধটু শুরু করে, ঠিক তখনই করোনার আঘাতে এই উদ্যোগ ভীষণভাবে ব্যাহত হয়। তবে আবারো তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখানেও সবচেয়ে বড় সংকট হলো-বাংলাদেশি সিনেমা নির্মাতা-কুশলী ও প্রতিষ্ঠানগুলো এখনো বিষয়গুলো ঠিক গুরুত্বসহকারে দেখছে না।

উল্লেখ্য, গত ২ বছরে প্রায় অর্ধশত চলচ্চিত্র নির্মিত হয়ে আছে, যা বাজারের অবস্থা ভালো না!-এই শঙ্কায় আর রিলিজ পায়নি। তাদের অধিকাংশ লগ্নিকারীরাই এখন হতাশা গুনছেন। তবে আশার খবর হলো সারাবিশ্বে সিনেমা হল, ফেস্টিভ্যাল থেকে শুরু করে সকল প্রক্রিয়া চালু হওয়ায় নতুন করে আবারো সরব হতে শুরু করেছে।

এ প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা চাই অন্যান্য উন্নত দেশের মতো আমাদের সিনেমাও বিশ্ববাজারে প্রতিযোগিতা করুক। সেই কারণে নানা কৌশলে আমরা কাজ করছি। কারণ আমাদের সবচেয়ে বড় আশার কথা হলো সারাবিশ্বে সিনেমাপাগল বাঙালি প্রচুর রয়েছে। কিন্তু একটি সংকটের কথা বলতেই হয়, তা হলো সিনেমা সংশ্লিষ্ট তারকা-কুশলীদের আরো আন্তরিক ও আগ্রহী হতে হবে। নতুন একটা সম্ভাবনার দ্বার খুলছে। এখানে সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য প্রথমবারের মতো ‘মিশন এক্সট্রিম’ একইসঙ্গে ৩টি মহাদেশে মুক্তি পাচ্ছে। অন্যদিকে দেশের অন্যান্য ছবিগুলো নিয়েও কাজ করছে একাধিক প্রতিষ্ঠান। এ তালিকায় অমিতাভ রেজার বিদেশি প্রডাকশনের ছবি রিকশাগার্ল যেমন রয়েছে তেমনি মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটিও রয়েছে।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com