বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রথম বারের মতো আধুনিক মানের জিমনেসিয়াম মাল্টি ফিটনেস ক্লাব এর শুভ উদ্বোধন করেন মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী)।
বুধবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চৌমুহনীস্থলে হাজী মুন্সী মিয়া মার্কেট ভবনের তৃতীয় তলায় প্রথম বারের মতো আধুনিক মানের জিমনেসিয়াম বাঘাইছড়ি মাল্টি ফিটনেস ক্লাব এর উদ্বোধন করা হয়েছে।
এসময় হাজী মোঃ মুন্সী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম,১৮ আনসার ব্যাটালিয়নের সিও মোঃ সোহাগ পারভেজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা-কর্মী।
বাঘাইছড়ি মাল্টি ফিটনেস ক্লাবের উদ্যোক্তা মোহাম্মদ ওমর অতিথিবৃন্দকে স্বাগতম জানান এবং পুরো জিমনেসিয়াম ঘুরে দেখান। মোহাম্মদ ওমর জানান, উপজেলার চৌমুহনীতে অবস্থিত হাজী মুন্সী মিয়া মার্কেটে অবস্থিত আধুনিক মানের মাল্টি ফিটনেস ক্লাবে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়েছে। তিনি আরো বলেন যুব সমাজকে মাদকের আসক্ত থেকে ফিরিয়ে আনার জন্য ফিটনেস ক্লাবের মূল উদ্দেশ্য।
এসময় প্রধান অতিথি মারিশ্যা জোন কমান্ডার এবং বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম কে সন্মাননা স্বারক প্রধান করা হয়েছে
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply