আনোয়ার হোসেন । নিজস্ব প্রতিনিধিঃ করোনা মুক্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
আশার কথা গতকাল রবিবার ১৩ই মার্চ করোনামুক্ত হয়েছেন এই প্রথিতযশা ক্রীড়া সংগঠক। করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। কাজী নাবিল আহমেদ করোনা আক্রান্ত হয়ে নিজ বাসাতেই আইসোলোশনে ছিলেন।
গত ৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
তবে কোনো লক্ষণ ছিলো না। করোনা নেগেটিভ হয়ে আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জের দায়িত্ব পালন করা এই সংগঠক বলেছেন, আলহামদুলিল্লাহ পিসিআর পরীক্ষায় আমার ফল নেগেটিভ হয়েছে।
চলতি বছরের জানুয়ারী মাসে বুস্টার ডোজ টিকা নিয়েছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত শুক্রবার ১১ই মার্চ তার দ্রুত সুস্থতা কামনা করে যশোরের ১৫টি ইউনিয়ন ও পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিলো। আমি ভালো অনুভব করছি। সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার জন্য দোয়া ও প্রার্থনা করছেন।
এরপরই এই কর্মকর্তা আবারো সবার প্রতি আহবান জানিয়ে বলেছেন, সবাইকে আবারো আহবান জানাচ্ছি করোনার টিকা ও বুস্টার ডোজ নেয়ার জন্য। পাশাপাশি মাস্ক ব্যবহার করার জন্য।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply