টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে রোভার স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাসাইল ডিগ্রী কলেজে বৃহস্পতিবার (২৪ মার্চ) রোভার স্কাউটদের দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা রোভার ডি,আর,এস,এল মো. জাহাঙ্গীর হোসেন।
কাজী অলিদ ইসলাম বলেন স্কাউটিংয়ের দীক্ষা একজন শিক্ষার্থীকে মাদক, কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে দূরে রাখে। স্কাউটের শিক্ষা ব্যক্তির চরিত্র গড়ার পাশাপাশি পরিবার ও সমৃদ্ধ সমাজ গড়তে ভূমিকা পালন করে। তাই সমৃদ্ধ জাতি ও দেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীর স্কাউটিংয়ের দীক্ষা নেওয়া প্রয়োজন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্কাউট রোভার কমিশনার জামাল হোসেন । বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা স্কাউটসের গ্রুপ সভাপতি ও সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান (আপেল), টাঙ্গাইল জেলা স্কাউটের সহ সভাপতি ও সরকারি কুমুদিনী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলিম আল রাজি, টাঙ্গাইল জেলা সহকারী কমিশনার মামুন অর রশিদ খান, টাঙ্গাইল জেলা সহকারী কমিশনার ও পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিবুন নেছা প্রমুখ।
অনুষ্ঠানে সমৃদ্ধ সমাজ গড়তে স্কাউটিংয়ের ভূমিকা নিয়ে বক্তব্য রাখের আমন্ত্রিত বক্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন স্কাউটের টাঙ্গাইল জেলা কমিশনার ওয়াজেদ আলী খানশুর।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply