আনোয়ার হোসেন, ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর উপজেলা পর্যায়ে শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) সকালে ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিচারপনার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুমা আক্তার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মিজানুর রহমান,ভ্যাটেরিনারী সার্জন আব্দুল্লাহ আল মামুন, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শাহাজাদা মিয়া, তথ্য সেবা কর্মকর্তা সামিনা সামিনা ইয়াসমিন, বাহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহাব উদ্দিন খানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগন। রচনা,কবিতা,উপস্থিত বক্তৃতা, হামদ/নাত, কেরাত, দেশাত্ববোধক সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোক সঙ্গীত,উচ্চাঙ্গ সঙ্গীত ও নৃত্য প্রতিযোগীতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। আগামী ২৩মে জেলা পর্যায়ে ক, খ, গ বিভাগে প্রথম স্থান অধিকারীদের নিয়ে জেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply