আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ শুক্রবার বিকালে ময়মনসিংহের ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত খেলাটি গোল শুন্যভাবে শেষ হলে ট্রাইব্রেকারে ২গোলে মল্লিকবাড়ী ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিরুনীয়া ইউনিয়ন একাদশ।
সমাপনী অনুষ্ঠানে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকী উল বারী, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, তদন্ত অসি জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল,মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, শায়েরা সাফায়ত স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াসেক আল আমিন শিপন, মল্লিক বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, সহ সহ অন্যরা। আলোচনা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি হস্তান্তর করা হয়।
Leave a Reply