আনোয়ার হোসেন। নিজস্ব প্রতিনিধিঃ বৃক্ষ প্রাণে ভরবে প্রকৃতি পরিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।
যশোর সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন। বৃক্ষপ্রাণে ভরবে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ-এই প্রতিপাদ্য নিয়ে গতকাল রোববার যশোর সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলা টি চলবে আগামী ৬ আগস্ট পর্যন্ত।
গতকাল রোববার বিকালে যশোর সদর শহরের মুন্সি মেহেরুল্লাহ টাউন হল ময়দানে রঙিন ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উওন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। উদ্বোধনের পর তিনি মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এদিন বৃক্ষরোপণে উপকারভোগী ৬৬ জনকে ১১ লাখ ৯৪ হাজার ৫শ ৫০ টাকা প্রদান করেন।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বপন ভট্টাচার্য বলেন,বাংলা দেশ কে স্বয়ং সম্পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ক্ষেত্রেই কাজ করে যাচ্ছেন। বর্তমানে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কোন খালি জমি পড়ে থাকবে না। সেই নীতিতে আমরা এগিয়ে চলছি।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সকল কে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে পরিবেশ ও মানুষকে রক্ষায় কাজ করতে হবে । প্রত্যেককে কমপক্ষে একটি করে গাছের চারা রোপণের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply