মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি)আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১১ই আগস্ট) বিকেল ৩ টায় উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত শুভ উদ্বোধন করেন।বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে উক্ত টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারের টুর্নামেন্টে দুইগ্রুপে পাঁচটি করে মোট দশটি দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী দিনে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ এবং পশুপালন অনুষদের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়।
সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালির সভাপতিত্বে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি-২০২২ এর সদস্য সচিব মুহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা অত্যন্ত ভালো। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা আনে না এটি মন ও মানসিকতার উন্নতি সাধন করে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর এবিএম মাহবুব মোর্শেদ খান,সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমাসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে গ্রুপপর্বে মোট ২০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২১ শে আগস্ট গ্রুপ পর্বের খেলা শেষ হবে।২২ ও ২৩ শে আগস্ট টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২৫শে আগস্ট টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply