‘শোনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি’ গানটির রচয়িতা যে একজন নারী তেমন ভাবনা কেন যেন কখনই মাথায় আসেনি। তিনিই লিখেছিলেন ‘(আমি) তাক্ দুম তাক্ দুম বাজাই বাংলাদেশের ঢোল’। এছাড়াও ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক, পায়েলখানি বাজে’ বা ‘বিরহ বড় ভালো লাগে’ বা ‘বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা’ এর মতো জনপ্রিয় গানগুলোর রচয়িতা সেই নারী হলেন মীরা দেববর্মণ। তিনি শচীন দেব বর্মণের স্ত্রী, রাহুল দেব বর্মণের মা।
এমন সব বহুলশ্রুত গানের গীতিকারের নাম আমরা এতো কম শুনলাম কেন? মীরা নারী বলেই কি স্বামী ও পুত্রের খ্যাতির পাশে তাঁর প্রতিভা ম্লান হয়ে গিয়েছিল?
(ছবিতে মীরা দেববর্মণের সাথে স্বামী শচীন দেব বর্মণ এবং পুত্র রাহুল দেব বর্মণ) সংগৃহীত।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply