ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় চাঁদার টাকা না দেয়ায় মারপিটের মারপিটের অভিযোগ উঠেছে কতিপয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুন উপজেলার ভরাডোবা ইউনিয়নের সদ্দাম, আলমগীর, রাজিবুল, হারুনুর রশিদ গংরা দেয়ালিয়াপাড়া আমিরাত স্পিনিং মিলের ঠিকাদার খলিল ফোর ম্যান মিনারুল ইসলামের কাছে ষাট লাখ টাকা চাঁদা দাবি করে। পরে মিনারুল ইসলাম টাকা দিতে অস্বীকার করলে সাদ্দাম গংরা মিনারুলকে বিভিন্ন ভয়-ভিতি ও হত্যার হুমকি প্রদর্শন করে চলে যায়। পরে ১৩ জুন সন্ধা রাতে আমিরাত স্পিনিং মিলের মেইন গেটের সামনে শিরু মিয়ার চায়ের দোকানের সামনে সাদ্দাম গংরা দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ঠিকাদার খলিলের লেবার শ্রী সঞ্জয় ও আমিরা স্পিনিং মিলের সিকিউরিটি গার্ট শ্রী খোকন বর্মনকে পাইয়া এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। এসময় বিবাদীরা শ্রী সঞ্জয়ের পকেটে থাকা ৭ হাজার ও খোকন বর্মনের পকেটে থাকা ১৫ হাজার টাকা ছিনাইয়া নেয়। পরে সঞ্জয় ও খোকনের ডাকা চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বিবাদীরা তাদের হত্যার হমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আমিরাত স্পিনিং মিলের এডমিন ম্যানেজার সোহেল তরফদার বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply