ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় পুত্রবধুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ ষ্পর্শে মারা গেলেন শ্বশুর মো. ইউসুফ আলী খান । উপজেলার ভরাডোবা ইউনিয়নের বাঘেরবাজার এলাকায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ঘটনাটি ঘটে। ইউসুফ আলী খান একই গ্রামের আয়াত আলী খানের ছেলে। ওই ঘটনায় আহত পুত্রবধু শাবানা আক্তারকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনার তদন্ত করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের মেহেদী হাসান খানের স্ত্রী গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে বিদ্যুতায়িত হন। ওই সময় শাবানা আক্তারের শ্বশুর ইউসুফ আলী খান পুত্রবধুকে উদ্ধার করতে যান এবং তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে, উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। ওই ঘটনায় আহত শাবানা আক্তারকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউসুফ আলী খানের ভাতিজা দুলাল শেখ জানান, প্রতিবেশী মকবুল শেখের মালিকানাধীন গাছ কাটার জন্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউসুফ আলীর খানের বাড়ির গলিতে রাখা হয় এবং বিদ্যুতের ওই তারে জড়িয়ে তার চাচার মৃত্যু হয়েছে।
তবে মগবুল হোসেনের দাবি, ইউসুফ আলী খান তার বাড়ির পাশের মোটরের বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে।
ভালুকা মডেল থানার এসআই নবী নূর জানান, তিনি খবর পেয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply