রাজধানীর মিরপুরের পল্লবীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ মহসিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মহসিনকে পেশাদার খুনি বলে দাবি করেছে র্যাব। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
অবশ্য গণমাধ্যমে র্যাবের পাঠানো এক এসএমএস বার্তায় নিহত মহসিনকে শাহাদাত বাহিনীর পেশাদার খুনি, চাঁদাবাজ শীর্ষ সন্ত্রাসী মহসিন ও কিলার মহসিন হিসেবে উল্লেখ করা হয়।
র্যাব-৪ এর সহকারী পরিচালক সাজেদুল ইসলাম বলেন, ভোর ৩টার দিকে ইস্টার্ন হাউজিং এলাকায় র্যাবের একটি টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়।
গোলাগুলি থেমে যাওয়ার পর আহত একজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই র্যাব কর্মকর্তা জানান, মহসিনের নামে মিরপুর, কাফরুল কেরানীগঞ্জসহ বিভিন্ন থানায় সাতটি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। সে মাদক বেচাকেনার সঙ্গেও জড়িত।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply