টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম নিক্সনকে ছুড়িকাঘাতে শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে খুন করেছে দুর্ভৃত্তরা।
নিহত আমিনুল ইসলাম হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন তালুকদার তারা মিয়ার পুত্র। তিনি সপরিবারে ধনবাড়ী উপজেলা শহরে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল শুক্রবার বিকালে ধনবাড়ী থেকে আজগড়া গ্রামের নিজ বাড়িতে আসেন। দলের সাংগঠনিক কাজ শেষে আজগড়া মোড়ে দলীয় নেতাকর্মীদের সাথে আরেক দফা বৈঠকে বসেন। বৈঠক শেষে রাত পৌনে ১১টার দিকে মোটর সাইকেলে রওনা দেন। এ সময় আজগড়া খালের ব্রিজ পার হওয়া মাত্র সেখানে ওৎপেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতি রোধ করে ছুরি চাকু দিয়ে এলোপাথারী আঘাত করতে থাকে। এমতাবস্থায় তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে শরীরের আরো কয়েক স্থানে আঘাত করা হয়।
পরে ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্তাব্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মৃত্যুর আগে তিনি কয়েকজন খুনির নাম বলে গেছেন।
মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুবিনা ইসলাম জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু খুনের ঘটনাটি নিশ্চিত করে জানান গোপালপুর থানার ওসি ঘটনাস্থলে রয়েছেন। বহুবার রিং করলেও ওসি মোস্তাফিজুর রহমান ফোন রিসিভ করেননি।
মধুপুর থানার ওসি তারেক কামাল বলোন, নিহত নিক্সনের লাশ মধুপুর হাসপাতালে রয়েছে। ঈদের আগের রাতে এমন নৃশংস খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply