এম শহিদুল ইনলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ নদী, চড়, খাল-বিল অধ্যশিত টাঙ্গাইলে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে বিনোদনপ্রেমী জনতার ঢল নামে মির্জাপুর উপজেলার লৌহজং নদীর দুই তীরে। এ ছাড়াও বিভিন্ন প্রকার নৌকায় করে হৃদয় দোলানো অধুনিক সাউন্ড সিস্টেম নিয়ে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শকের আগমন ঘটে অথৈজলে ঢেউ তোলা বাহারী রং আর ঐতিহ্যময় নামের বাইচের নৌকা দেখতে।
গ্রাম বাংলার এমন ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বর্ষা মৌসুমে টাঙ্গাইলর বিভন্ন এলাকায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে জেলার মির্জাপুর উপজেলার ভাতকুড়া-ছাওয়ালী মহেড়া এলাকা ছোয়ে প্রবাহিত লৌহজং নদীতে চতুর্থ বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে বিনোধনপ্রেমীরা। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে বিকালে দর্শনার্থীদের ঢল নামে ওই এলাকায়। পুরো নদীর পাড় লোকারণ্য হয়ে ওঠে। একাকার হয়ে যায় উৎসুক জনতার হিল্লোল আর নৌকা বাইচের ঢেউয়ে ঢেউয়ে নেচে ওঠা নদীর হিল্লোল।
মনোমুহ্ধকর এই নৌকা বাইচ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে প্রায় অর্ধশাতাধিক নৌকা থেকে প্রথম স্থান অর্জনকারি সাতটি নৌকা নির্বাচিত করা হয় ফাইনাল রাউন্ডের জন্য। পরবর্তীতে ফাইনাল রাউন্ডে তিন পর্বে প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী তিনটি খেল্লা নৌকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ান পুরস্কার প্রাপ্ত এই তিনটি খেল্লা জেলার নাগরপুর উপজেলার জাকির হোসেন, তারা মিয়া ও সুলতান বেপারীর খেল্লা। বাইচের সার্বিক কার্যক্রম শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রায়হান শরীফ আহম্মেদ।
মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক শেখ মুন্তাছির হোসেন তনয়, বিশিষ্ট ব্যবসায়ী বাবু দিলিপ কুমার সাহা, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেপ হোসেন, স্থানীয় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এসএম সোহরাব হোসেন, আওয়ামী যুবলীগের সভাপতি শাহীনুর আলম শাহীন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মহেড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোয়াজ্জেম হোসেন
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply