টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় গোলচত্বর এলাকা থেকে একটি তালাবদ্ধ পুরাতন লোহার সিন্দুক উদ্ধার করেছে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ। সিন্দুকটি নিয়ে এলাকায় নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে সেতুপূর্ব গোলচত্বরের দক্ষিণে একটি পেয়ারা বাগানের পাশ থেকে সিন্দুকটি পাওয়া যায়। সিন্দুকটি সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার সমরেশ নামে এক ব্যক্তির বলে পুলিশ জানায়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কাজী আয়ুবুর রহমান জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্ব) রাতে চোরচক্র সিন্দুকটি ফেলে রেখে যায়। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যেমে খবর পেয়ে সিন্দুকটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তালাবদ্ধ সিন্দুকটি খোলার জন্য দর্শনা থেকে লোক আসবে বলে জানান তিনি
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply